Wellcome to National Portal
Welcome to Mymensingh Polytechnic Institute.
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০২৩

স্কাউটিং এর প্রয়োজনীয়তা

স্কাউটিং কী?

         স্কাউটিং এমন একটি আন্তর্জাতিক, শিক্ষামূলক ও অরাজনৈতিক আন্দোলন-যার মাধ্যমে শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান দান করে সুনাগরিক হওয়ার যোগ্য করে গড়ে তোলে।
 

 আপনি কেন স্কাউটিং করবেন?

       স্কাউটিং ছেলে মেয়েদের নিয়মানুবর্তী হতে সাহায্য করে।
        স্কাউটিং ছেলে মেয়েদের চরিত্র গঠনে সহায়তা করে।
        স্কাউটিং ছেলেমেয়েদের সদা সত্যবাদী হওয়ার শিক্ষা দেয়।
        স্কাউটিং ছেলে মেয়েদের চৌকস হতে সাহায্য করে।
        স্কাউটিং বিশ্বভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদারতার শিক্ষা দেয়।
        স্কাউটিং ছেলে মেয়েদের জীবনমুখী শিক্ষা দেয়
        স্কাউটিং ছেলে মেয়েদের আত্মনির্ভরশীল করে।
        স্কাউটিং ছেলে মেয়েদের কর্মঠ করে গড়ে তোলে এবং শ্রমের মর্যাদা শেখায়।
        স্কাউটিং ছেলে মেয়েদের শরীর মন সুস্থ্য সবল রাখতে সহযোগীতা করে।
        স্কাউটিং ছেলেমেয়েদের অবসর সময়কে গঠনমূলক কাজে লাগিয়ে মুল্যবোধ অবক্ষয় রোধে সহায়তা করে।

 

  স্কাউটিং যা শেখায়:

        স্কাউটিংয়ে উপদল পদ্ধতিতে পরস্পর সহযোগীতার মাধ্যমে কাজ করার মনোবল গড়ে ওঠে।
         স্কাউটিং নিয়মানুবর্তি ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে শেখায়।
         স্কাউটিং নিজের কর্মক্ষমতার উপর আত্মবিশ্বাসী হতে শেখায়।
         স্কাউটিংয়ের মাধ্যমে গণতান্ত্রীক মনোভাব গড়ে উঠে।
         সাংগঠনিক ভাবে এবং ব্যক্তিজীবনে নেতৃত্ব প্রদান সহজ হয়।
         মানুষের মানবিক ও গুণাবলি বিকাশ সাধিত হয়।
         স্কাউটিং নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশের মাধ্যমে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

 

অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ, জনাব মোঃ শওকত হোসেন স্যারের ব্যবস্থাপনায় ও গ্রুপ সম্পাদক এস যুথী আল সাকী সার্বিক প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্কাউটিং বিষয়ক নির্দেশনা বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে ছেলেদের জন্য চারটি এবং মেয়েদের জন্য দুটি গার্ল ইন রোভার দল সক্রিয় আছে। অত্র ইনস্টিটিউটের রোভাররা স্থানীয়, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাম্পে সাফল্যের সাথে অংশ গ্রহন করে।