Wellcome to National Portal
Welcome to Mymensingh Polytechnic Institute.
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০২৩

সংক্ষিপ্ত পরিচিতি

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচিতি
 
  • প্রতিষ্ঠানের নাম: ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট
  • প্রতিষ্ঠান কোড: 57067
  • ধরণ : সরকারি
  • স্থাপিত: ১৯৬৩ খ্রিস্টাব্দ 
  • অধিদপ্ত : কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
  • বোর্ড: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
  • মন্ত্রণালয় : শিক্ষা মন্ত্রণালয় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)
  • শিক্ষাক্রম: ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)
  • শিক্ষক/কর্মকর্তা: ৫৬ জন (স্থায়ী), খণ্ডকালীন ৪১ জন 
  • শিক্ষার্থী : প্রায় সাড়ে ছয় হাজার (৬,৫০০ জন)
  • অবস্থান: ২৩°৪৫৩২″ উত্তর, ৯০°২৩৫৯′ পূর্ব, মাসকান্দা, ময়মনসিংহ, বাংলাদেশ
  • কর্মচারী :১৩৫ জন (স্থায়ী), মাস্টার রোল ২৯ জন
  • সংক্ষিপ্ত নাম: M.P.I
  • জমির পরিমাণ: ২৪.৩৮৫২ একর (প্রায়)
  • ক্লাস রুম: ৩২টি 
  • ওয়ার্কসপ: ১১টি
  • ল্যাব: ১৭টি
  • লাইব্রেরি: ২টি
  • জব প্লেসমেন্ট সেল : ১টি
  • রোভার স্কাউট: ৪ ইউনিট
  • হোস্টেল: ৩টি
  • ইমেইল: [email protected] 
  • ওয়েব সাইট: mpi.polytech.gov.bd
  • সামাজিক যোগাযোগঃ www.facebook.com/mpimymen
  • ফোন:০২-৯৯৬৬৬-৬৭২৯৪
  • পরিবহন: বাস ১টি, মাইক্রোবাস ১টি.
 
ইনস্টিটিউটের অবস্থান :
রাজধানী ঢাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সীমান্ত জেলা ময়মনসিংহ শহরের মাসকান্দায় এর অবস্থান। মোট ২৪.৩৮৫২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি দু'অংশে বিভক্ত করে রেখেছে। সড়কের পূর্বপার্শ্বে একাডেমিক কাম প্রশাসনিক ভবন, ওয়ার্কসপ/ল্যাব, শিক্ষক-কর্মচারীদের আবাসিক ভবনসমূহ, মসজিদ, কেজি স্কুল ও ছাত্রী নিবাস এবং পশ্চিম পার্শ্বে খেলার মাঠ, পুকুরসহ ছাত্রাবাসগুলো রয়েছে। ইনস্টিটিউটের উত্তর সীমানা ঘেঁষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দক্ষিণে অদূরেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও আন্তঃজেলা বাসটার্মিনাল। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে।
 
ক্যাম্পাস :
মূল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট একটি ভবনসহ আরোও একতলা ও দু'তলা অনেক ভবন রয়েছে। যেখানে রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ অফিস, লাইব্রেরি, ওয়ার্কসপ, ল্যাব, কনফারেন্স রুম এবং একটি ৪০০ আসন। বিশিষ্ট অডিটোরিয়াম। মূলভবনের দক্ষিণ পার্শ্বে রয়েছে মসজিদ ও সম্মুখে শহীদ মিনার, শাপলা ফোয়ারা, ইলিশ চতুর, দোয়েল চত্বর, শাপলা চতুর সাইকেল স্ট্যান্ডসহ বিভিন্ন শিল্পকর্ম, রয়েছে খেলারমাঠ, ফুলের বাগান, কৃষ্ণচূড়া চতুর, বকুলতলা ও সবুজ বনানী। সব মিলিয়ে এক প্রাকৃতিক মনোরম শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে।
 
টেকনোলজি / বিভাগ সমূহ :
  • সিভিল
  • ইলেকট্রিক্যাল
  • মেকানিক্যাল
  • পাওয়ার
  • ইলেকট্রনিক্স
  • কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
  • ইলেকট্রো মেডিকেল
  • নন-টেক বিভাগ।
ইউনিফর্ম :
ছাত্রদের জন্য : আকাশী রংয়ের শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, আকাশী পাঞ্জাবী।
ছাত্রীদের জন্য : আকাশী রংয়ের জামা, কালো সেলোয়ার, কালো জুতা, আকাশী ওড়না, আকাশী বোরকা/আকাশী এ্যাপ্রোন ।
 
হোস্টেলঃ
ছাত্রদের জন্য দুটি হোস্টেল রয়েছে-
  • শিল্পচার্য জয়নুল আবেদীন ছাত্রাবাস
  • শহীদ খায়রুল ছাত্রাবাস 
  • ছাত্রীদের জন্য রয়েছে-মহুয়া ছাত্রীনিবাস।

একাডেমিক কার্যক্রম :

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৭টি টেকনোলজি চালু রয়েছে। সময় উপযোগী ও দেশি-বিদেশি প্রযুক্তিগত চাহিদা বিবেচনা করে টেকনোলজি সমূহ নির্ধারিত হয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অধীনে ৪ বছর মেয়াদী ৮টি পর্বে ২টি শিফটে (১ম ও ২য় শিফট) টেকনোলজি সমূহ চালিত হয়। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনোলজির বিস্তারিত বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো:

 

প্রথম শিফট

দ্বিতীয় শিফট

সিভিল, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B, C )

সিভিল, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B, C )

ইলেকট্রিক্যাল, ১ম পর্ব. ১ম শিফট (গ্রুপ: A, B, C )

ইলেকট্রিক্যাল, ১ম পর্ব ২য় শিফট (গ্রুপ : A, B, C ) 

মেকানিক্যাল, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B )

মেকানিক্যাল, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B )

পাওয়ার, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B )

পাওয়ার, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B ) 

ইলেকট্রনিক্স, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B )

ইলেকট্রনিক্স, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B )

কম্পিউটার, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B ) 

কম্পিউটার, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B ) 

ইলেট্রো মেডিক্যাল, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B )

ইলেট্রো মেডিক্যাল, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B )

 
 অর্থাৎ ১ম সেমিস্টারে (পর্বে) ৭টি টেকনোলজিতে ১ম ও ২য় শিফটে ৩২টি গ্রুপের ক্লাস চলে। ১ম/২য় শিফটে ১ম পর্বে ভর্তির জন্য মোট ১৬০০টি আসন রয়েছে। ২০২২ প্রবিধান মোতাবেক মেধা ও এস.এস.সি-তে প্রাপ্ত CGPA এর ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রেরণ করে থাকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০০০ খ্রিস্টাব্দে এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের শ্রেষ্ঠ পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পুরস্কৃত ও সনদপ্রাপ্ত হয়। তথ্য প্রযুক্তির এ যুগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বলিষ্ঠ ভূমিকায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রচার প্রসার ও পরীক্ষা পদ্ধতির অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে। সর্বোপরি এই কারিগরি শিক্ষার ধারা সঠিকভাবে পরিচালিত হলে বাংলাদেশের বৃহৎ যুবসমাজ দক্ষ জন সম্পদে তথা মানব সম্পদে পরিণত হবে, গড়ে উঠবে ক্ষুধা, দারিদ্রতামুক্ত বৈষম্যহীন সমাজ, দেশ হবে সমৃদ্ধ।
 
শিক্ষক-কর্মচারীবৃন্দের আবাসন সুবিধাঃ
কোয়ার্টারের টাইপ/গ্রেড
সংখ্যা (ইউনিট)

অধ্যক্ষ

উপাধ্যক্ষ

সি.আই/ই-টাইপ

ইনস্ট্রাক্টর/ডি-টাইপ/গ্রেড-১

১৮

বি-টাইপ / গ্রেড-২

এ-টাইপ/সার্ভেন্ট কোয়ার্টার

১০

 

পরিবহন ব্যবস্থাঃ

ইনস্টিটিউটের নিজস্ব একটি বাস রয়েছে। ক্লাস চলাকালীন প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুটে এটি যাতায়াত করে। অনাবাসিক ছাত্র-ছাত্রীরা এতে যাতায়াতের সুবিধা পেয়ে থাকে। এছাড়াও একটি মাইক্রোবাস রয়েছে যা পরীক্ষার প্রশ্নপত্র আনয়নসহ বিভিন্ন সময় সরকারি ও জরুরি কাজে ব্যবহৃত হয়ে থাকে।