বিসমিল্লাহির রহমানির রহীম
স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন,যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উম্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন।
যুব সম্প্রদায়ের শারীরিক,মানসিক,সামাজিক,বুদ্ধিবৃত্তিক ও আধ্যাতি শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাক্তিগত ভাবে সৎ,সুন্দর,দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং। স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং শুরু করেন।
বাংলাদেশে স্কাউটিং এর তিনটি শাখা রয়েছে। যথা:-
১। কাব স্কাউট (প্রাথমিক স্তর ৬ থেকে ১০+ বছর বয়সী শিশুদের কাব স্কাউট বলা হয়।)
২। স্কাউট (মাধ্যমিক স্তর ১১ থেকে ১৬+ বছর বয়সী কিশোর-কিশোরীদের স্কাউটি বলা হয়।)
৩। রোভার স্কাউট ( উচ্চ মাধ্যমিক এবং শেষ স্তর ১৭ থেকে ২৫ বছর বয়সী যুবক-যুবতীদের রোভার স্কাউট বলা হয়।)
ঐতিহ্যবাহী ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এ ১৯৭৭ খ্রিস্টাব্দে ১৩ মার্চ একটি ছেলেদের ইউনিটের মাধ্যমে রোভারিং কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ছেলেদের জন্য আর ও দুইটি ইউনিট চালু করা হয়। ২০০৫ খ্রিস্টাব্দে মেয়েদের জন্য একটি গার্ল ইন রোভার ইউনিট খোলা হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তারা আত্ন উন্নয়ন, বিভিন্ন সেবামূলক ও সমাজ উন্নয়ন মূলক কাজে আত্ননিয়োগ করে দেশ তথা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট, রোভার স্কাউট গ্রুপে পাঁচ জন আরএসএল রয়েছে।
১। জনাব বুলবুল আহমেদ,আরএসএল, চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি)
২। জনাব মো:আল আমিন, আরএসএল, ইন্সট্রাক্টর (পাওয়ার টেকনোলজি)
৩। জনাব মো: মানিক মিয়া, আরএসএল, ইন্সট্রাক্টর (পাওয়ার টেকনোলজি)
৪। জনাব সাইফুল ইসলাম, আরএসএল (উডব্যাজার), ফিজিক্যাল ইন্সট্রাক্টর (নন-টেক)
৫।এস.যুথী আল সাকী, আরএসএল ও গ্রুপ সম্পাদক(সিএএলটি সম্পন্ন), ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি)
তাঁদের যোগ্য নেতৃত্ত্বে রোভারিং কার্যক্রম আরও বেগবান হচ্ছে,যার ফলশ্রুতিতে ২০২২ খ্রিস্টাব্দে রোভারিং কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ রোভার স্কাউটিং এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড সিডি(Community Development)অ্যাওয়ার্ড অর্থাৎ সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করে আমাদের দুইজন প্রিয় রোভার মো: মোরাদ হাসান এবং রাজীব মিয়া রনি। এছাড়া আরও ৯ জন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছে। ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট,রোভার স্কাউপ গ্রুপ জেলার বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে। ইতিমধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট,রোভার স্কাউপ গ্রুপ একটি শক্তিশালী গ্রুপ হিসেবে রোভার অঞ্চলে সুপরিচিতি লাভ করেছে। প্রতি বছর বার্ষিক তাঁবুবাশ ও দীক্ষা প্রোগ্রাম বিশাল জাকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়।
ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট,রোভার স্কাউপ গ্রুপ এর বর্তমান গ্রুপ সম্পাদক এস.যুথী আল সাকী এবং গ্রুপ সভাপতি জনাব মো: শওকত হোসেন।
প্রাক্তন সম্পাদকবৃন্দের নাম
ক্রমিক নং |
নাম |
১ |
জনাব আব্দুল বসির |
২ |
জনাব আব্দুস সবুর |
৩ |
জনাব মশিউর রহমান |
৪ |
জনাব আব্দুল কাদির |
৫ |
জনাব মো: আশরাফুল ইসলাম |
৬ |
জনাব রওনক আরা চৌধুরী |